সালেক হোসেন রনি
কিশোরগঞ্জ
কোমলমতি শিশুদের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টির উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কিশোরগঞ্জের আয়োজনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ।
চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৮০জন শিক্ষার্থী এবং রচনা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল শতাধিক শিক্ষার্থী। চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের উন্মুক্ত বিষয় নিয়ে ক গ্রুপে ১ম ,২য় ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে সিদরাতুল মুনতাহা জারা, ইন্দ্রনীল সরকার, ত্রিজয়ী পাল। খ-গ্রুপে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত দেশ আমাদের অঙ্গীকার বিষয়ে ১ম ,২য় ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে নাজমুস সাকিব মুয়াদ, প্রাচীর রায়, পরশ রায়। গ-গ্রুপে ৬ষ্ট থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের দুর্নীতি সমাজের ক্যান্সার বিষয়ে ১ম ,২য় ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে স্নেহা চক্রবর্তী, রিশীত পাল ঋদ্ধি, ছোয়াইদা সাবাহ্ ।
এবং
রচনা প্রতিযোগিতায় ক-গ্রুপে ৬ষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সততা সংঘ ও সততা স্টোর বিষয়ে ১ম ,২য় ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে মো. মোছাছেল, নওশিন তাসনিম, নওরিন নাজনীন বিউটি এবং খ-গ্রুপে ৯ম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সততার মূল্য এবং দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা বিষয়ে ১ম ,২য় ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে মো. মুহিব্বুর রহমান, তানজিহা মনি কেয়া, সাওদা আক্তার।
আজ (সোমবার) সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় । জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন। কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ.কে.নাছিম খান ও সাধারণ সম্পাদক মো. সাইফুল মালেক চৌধুরী। দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী। ৭১টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সালেক হোসেন রনি, দৈনিক সংবাদ চিত্র পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মাহফুজুল হক খান জিকু।
এছাড়া্ও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষকগণ ও জেলা দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিক গন।