সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার ব্যবসায়ীকে ৩টি মামলায় নগদ আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (০৯ মার্চ) বিকেলে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উপজেলার উলুখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় উলুখলা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সেনপাড়া গ্রামের আলী আশ্রাফের পুত্র বাপ্পি মিয়া(৩৫) কে ১ হাজার টাকা, রায়েরদিয়া গ্রামের আউলাদ হোসেনের পুত্র রাফিউলকে(২৫) ৪ হাজার টাকা, উলুখোলা গ্রামের শওকত মুন্সীর পুত্র কেরামত মিয়া(৬০) কে ১ হাজার টাকা ও একই এলাকার সুশীলের পুত্র অর্জুনকে ২ হাজার টাকা জরিমানা আদায়সহ বাজার মনিটরিং করা হয়।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
