সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি:
“পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের থেকে” এমন প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থা বিডি ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। প্রতিষ্ঠানটির নয় বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় এ অভিযান শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকে। বিডি ক্লিন এর ৯৬ জন সদস্য ৬টি টিমে ভাগ হয়ে কালীগঞ্জের বিভিন্ন হাসপাতাল, হাটবাজার, রাস্তা ঘাট, স্কুল কলেজ মাঠ, রেলষ্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন করেন। তারা উপজেলার অন্যান্য স্থানে ফেলে রাখা ময়লা আবর্জনা পরিষ্কার করবেন বলেও জানান। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে পানি প্রবাহ বন্ধ ও জলাবদ্ধতা এই পরিচ্ছন্নতা অভিযানের ফলে দূর হবে বলেও তারা জানান।
কালীগঞ্জ বাজার বাসষ্ট্যান্ড এলাকার কুমিল্লা মিষ্টি ভান্ডারের মালিক স্বপন ঘোষ জানান, বাসষ্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে মানুষ ময়লা আবর্জনা ফেলে আসছে। ফলে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দূর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট হচ্ছিল। এই স্থান পরিষ্কার করায় আশেপাশের অনেক দোকানদার ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। কালীগঞ্জ বিডি ক্লিন এর সমন্বয়ক হুমায়ুন করিম বলেন, বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা দীর্ঘ ৯ বছর যাবত বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছি। এছাড়া যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার জন্য আমরা সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করে থাকি। আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদেরই নৈতিক দায়িত্ব। আমরা এই কাজ চলমান রাখবো।