সউদ আব্দুল্লাহ কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
ঘোষণার মাত্র ৬৬ দিনের মাথায় নিষ্ক্রিয়তা, সাংগঠনিক কর্মকাণ্ডে অযোগ্যতা ও অবহেলার অভিযোগে জয়পুরহাটের কালাই উপজেলা কৃষকদলের কমিটি বিলুপ্ত করেছে জেলা কমিটি। আজ রবিবার (২৩ মার্চ) বিকেলে জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মনজুরে মওলা পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “নিষ্ক্রিয়তা, সাংগঠনিক কর্মকাণ্ডে অযোগ্যতা ও অবহেলার কারণে কালাই উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।”
বিজ্ঞপ্তিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ জেলা কমিটির এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে সমর্থন করছেন, আবার অনেকেই এটিকে অন্যায় ও রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন।
চলতি বছরের ২৫ জানুয়ারি কালাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল জেলা কৃষকদল। কমিটিতে গোলাম মস্তফা বাবলুকে আহ্বায়ক, জালাল উদ্দিনকে সদস্য সচিব, পাঁচজনকে যুগ্ম আহ্বায়ক এবং ১৮ জনকে সদস্য করে মোট ২৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল।
কিন্তু কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের কার্যক্রম ছিল প্রায় স্থবির। জেলা কমিটির দাবি, আহ্বায়ক ও সদস্য সচিবসহ অধিকাংশ নেতাকর্মীর নিষ্ক্রিয়তা, সাংগঠনিক দায়িত্ব পালনে ব্যর্থতা ও অবহেলার কারণে কমিটি অকার্যকর হয়ে পড়ে। এ পরিস্থিতিতে আজ জেলা কৃষকদলের সভায় সর্বসম্মতিক্রমে কালাই উপজেলা কৃষকদলের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিলুপ্তির বিষয়ে জানতে চাইলে জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক বলেন,”সংগঠনকে গতিশীল রাখতে আমরা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। কমিটি গঠনের পর থেকে আহ্বায়ক ও অন্যান্য নেতারা কার্যত নিষ্ক্রিয় ছিলেন। তাদের সাংগঠনিক অদক্ষতা ও দায়িত্বহীনতার কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে। ইতোমধ্যে বিলুপ্ত কমিটির সকল নেতাকর্মীকে সিদ্ধান্তের বিষয়ে অবগত করা হয়েছে।”
অপরদিকে, বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম মস্তফা বাবলু জেলা কমিটির এই সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন,”যে কারণ দেখিয়ে আমাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে, তা সত্য নয়। আমাদের প্রতি চরম অন্যায় করা হয়েছে এবং রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি জেলা কমিটির এ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং কেন্দ্রীয় কৃষকদলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করব।”
এদিকে, কালাই উপজেলা কৃষকদলের নতুন কমিটি গঠন করা হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে দলীয় সূত্রে জানা গেছে, দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে এবং এতে ত্যাগী ও সক্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে।