কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি,শাব্বির এলাহী :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবৈধ বালু পরিবহনের দায়ে একটি ট্রাক্টরকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ ) দুপুরে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুহিতুর রহমান নামে একজনকে ৫০হাজার টাকা জরিমানা করেন।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু পরিবহনের দায়ে একটি ট্রাক্টর আটক করা হয়েছে। একইসাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।