কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্বরের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার (১৪ এপ্রিল ) দুপুরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে রেস্টুরেন্ট ব্যবসায়ী মো. দুরুদ মিয়া (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।তিনি কমলগঞ্জ পৌরসভার বড়গাছ গ্রামের বাসিন্দা। এর আগে গত শনিবার ভোরে উপজেলা চৌমুহনীর শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো: দুরুদ মিয়ার বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী দুরুদ মিয়া ও তার রেস্টুরেন্টের ম্যানেজার কালাম দগ্ধ হন। দুরুদ মিয়ার অবস্থার অবনতি হলে থাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তাঁর মৃত্যু হয়।
দুরুদ মিয়ার জামাতা জাবের আহমদ মিন্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় আজ আমার শশুর মারা গেছেন।
শাব্বির এলাহী, কমলগঞ্জ