আতাউর রহমান কাওছার, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:
ওসমানীনগরে নিখোঁজের ১২ ঘন্টা পর মাখন মিয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে তাজপুর ইউনিয়নের আইলাকান্দি গ্রামের তার নিজ বাড়ির পাশের একটি ধানের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়া গ্রামের মফিজ মিয়ার ছেলে।
জানা গেছে, মাখন মিয়া দীর্ঘদিন ধরে আইলাকান্দি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তার মামা আকরম আলীর বাড়িতে সপরিবারে বসবাস করে আসছিলেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নিজের ধানের ক্ষেত পাহারা দিতে বাইরে যান। এর পর থেকে তিনি আর ঘরে ফিরেননি। অনেক খোঁজাখুজির পর শনিবার সকাল ১১টার দিকে মাখন মিয়ার স্ত্রী স্বামীর লাশ ধানের জমিতে পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে জানালে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
ওসমানীননগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।