মোঃ জাহিদুল ইসলাম,বরিশাল প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের সুবিধার্থে ঢাকা-বরিশাল নৌ রুটে চলাচল করবে ২৬ টি বিলাসবহুল লঞ্চ।
বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ ও লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ-অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার (যাপ) ঢাকা বরিশাল নৌপথে এ সার্ভিস চালু করেছে।
মোট ২৬ টি লঞ্চ তিনটি গ্রুপে বিভক্ত হয়ে গত ২৫ শে মার্চ থেকে ঈদের এই স্পেশাল লঞ্চ সার্ভিস চালু করেছে।
এসব লঞ্চের নির্দিষ্ট কোন সময়সীমা থাকবে না যাত্রী পূর্ণ হলেই লঞ্চ ঘাট ত্যাগ করবে।
যাত্রী সাধারণের সার্বিক নিরাপত্তার বিধানের জন্য নৌ পুলিশের পাশাপাশি মেরিন ক্যাডেট স্কাউট,ও গার্লস গাইডের সদস্যরা সহযোগিতা করবে।
এবছর ডেকের যাত্রীদের ধারা ৪০০ টাকা, সিঙ্গেল কেবিন ১২০০ টাকা ও ডাবল কেবিন ২৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, যাত্রীদের চাপের ওপর নির্ধারণ করবে কত তারিখ পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে।
তবে পদ্মা সেতু উদ্ভোধন হওয়ার পর লঞ্চে যাত্রীদের চাপ ৬০ শতাংশ কমে গেছে। যাত্রীদের যে রকম ভিড় ছিল এখন আর সেরকমের ভীড় লক্ষ্য করা যায় না।