জবি প্রতিনিধি:
এতিমখানার দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের সাহরী ও দোয়া মাহফিলের আয়োজন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

যাত্রাবাড়ির কোনাপাড়ায় মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা এবং হাফেজি মাদ্রাসায় গত ২৫ মার্চ রাতে উক্ত সাহরী ও দোয়া মাহফিলের আয়োজন সম্পন্ন হয়।
সংযম ও সাধনার মাস পবিত্র রমজান। আত্মশুদ্ধি অর্জন ও কুপ্রবৃত্তি দমনের মহা সুযোগ এই মাসে। ঈমান-আমল ও ইবাদতের বসন্ত এই মাস। প্রতিটি ইবাদতের সওয়াব বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হয় এই মাসে।
এ মাসে শারীরিক ইবাদতের পাশাপাশি আর্থিক ইবাদতেরও বিশেষ গুরুত্ব রয়েছে। মহানবী (সা.) এ মাসে প্রচুর পরিমাণে সদকা করতেন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, মহানবী (সা.) কল্যাণের কাজে ছিলেন সর্বাধিক দানশীল, বিশেষভাবে রমজান মাসে। (তার দানশীলতার কোনো সীমা ছিল না) কেননা, রমজান মাসের শেষ পর্যন্ত প্রত্যেক রাতে জিবরাইল (আ.) তার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তিনি তাকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন। যখন জিবরাইল (আ.) তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি কল্যাণের জন্য প্রবহমান বায়ুর চেয়েও বেশি দানশীল হতেন।’ (বুখারি, হাদিস : ৪৯৯৭)
কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন,”শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দৃষ্টিহীন হাফেজদের নিয়ে সাহরী ও দোয়া মাহফিলের আয়োজন করে আমি আনন্দিত।”