‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারি ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে আশার আলোর সোসাইটির উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি সকালে মোহাম্মদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। নারী দিবস উপলক্ষ্যে একটি র্যালী, কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

এই উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুর রহমান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে এক হতে হবে। সবাই এক হলেই নারীরা নিজেদের অধিকার ফিরে পাবে।

বিশেষ অতিথির বক্তব্যে আশার আলোর ডেপুটি ডিরেক্টর ইশতিয়াক আহমেদ বলেন, এখানে আপনারা যারা আছেন তারা নিজেরাই আগের চেয়ে বেশি যোগ্য এবং অধিকার সচেতন হয়ে উঠেছেন। এখন আপনারা নিজেরাই অন্যায়ের প্রতিবাদ করা শিখেছেন। এইভাবে সকলে সচেতন হলে নারীদের অধিকার কেউ হরণ করতে পারবে না।
অনুষ্ঠানে অংশগ্রহন করা গৃহকর্মী নাজমা বলেন, আমরা আগে নারী দিবস পালন করতে আসলে চারপাশের মানুষ হাসা-হাসি করত। পরিবার বাধা দিত। এখন আমাদের প্রতিবাদের কারনে অবস্থা পরিবর্তন হয়েছে। আশার আলো সোসাইটি আমাদের শিখিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয়। আমরা এখন নিজেরাই নিজেদের অধিকার আদায় করতে শিখেছি।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহকর্মি, আশার আলো সোসাইটির কর্মকর্তা-কর্মচারি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশার আলো সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রহমান।