প্রেস বিজ্ঞপ্তি:
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সামাজিক সংগঠন উদারতা যুব ফাউন্ডেশন আয়োজন করেছে ঈদ উপহার বিতরণ কর্মসূচি।
শনিবার (২৯ মার্চ) সকাল ১০টায় সংগঠনটির প্রধান কার্যালয়, আশাশুনির মাড়িয়ালায় দুই শতাধিক এতিম, বিধবা ও অসহায় মানুষের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারতার নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। তিনি বলেন, “ঈদ আনন্দের উৎসব, আর এই আনন্দের ভাগীদার হওয়ার অধিকার সবারই আছে।
আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোর জন্য। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দে সামিল হোক।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আমিন। তিনি বলেন, “উদারতা শুধু একটি সংগঠন নয়, এটি একটি মানবিক প্রয়াস। আমাদের স্বপ্নদ্রষ্টা প্রায়ত আব্দুল্লাহ মাহমুদ সাহেবে আমাদের শিখিয়ে গিয়েছেন, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত মানবতার প্রকাশ ঘটে।
এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের ঈদ আনন্দকে একটু বাড়িয়ে দিতে পেরেছি, এটাই আমাদের বড় পাওয়া।” উদারতা প্রতিষ্ঠার পর থেকেই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সারা বছরই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। ঈদ উপহার বিতরণ তারই একটি অংশ, যা সমাজের অসহায় মানুষদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার এক অনন্য উদ্যোগ।উপহার বিতরণ অনুষ্ঠানে আশিকুর রহমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দেলোয়ার, মইনুর, স্বাধীন, মোস্তাফিজ, হারান, ফুয়াদ, সুমাইয়া, হারুন, সোহেল, সেলিম, আরিফ, রুহানসহ অন্যান্য সদস্যরা।