উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে উপজেলা প্রশাসনের আয়েজনে পবিত্র মাহে রমজাম উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১মার্চ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে, উপস্থিত ছিলেন, উজিরপুর পৌর বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম খান, সদস্য সচিব রোকনুজ্জামান টুলু, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উজিরপুর বন্দর কমিটির সভাপতি শামসুল হক সিকদার, সাধারন সম্পাদক শাহাদুত জামান কমরেড, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোঃ আঃ খালেক, সেক্রেটারি মোঃ খোকন সরদার, উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোঃ শাহে আলম,উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাংবাদিক কাওছার হোসেন রাড়ী, ধামুরা বন্দরের ব্যবসায়ী জুয়েল মাহমুদ, হারতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম তালুকদার, ছাত্র সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।
মোঃ মাহফুজুর রহমান মাসুম