উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। বাংলা নববর্ষ-১৪৩২ ও বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল সোমবার সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। এছাড়া উপজেলা পরিষদ হলরুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরমধ্যে কবিতা আবৃত্তি, নৃত্যগানে অংশগ্রহন করে উজিরপুর শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাইনুল ইসলাম খান,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টার,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স,উপজেলা জামায়েতে ইসলামীর আমীর মাওঃ আঃ খালেক,উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা মোঃ শাহ আলম,বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোতালেব হাওলাদার,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান,শিক্ষক মোঃ মনিরুজ্জামান লিখন,সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী বেসরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষক, ছাত্র ছাত্রী, বীর মুক্তযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া দীর্ঘ ১৭ বছর পরে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাতিক্রমী আয়োজনে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এদিকে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা,অতিতের গ্লানি ধুয়ে মুছে সকলকে ঐক্যবদ্ধ হয়ে উপজেলাকে ঢেলে সাজানোর লক্ষে নিরলসভাবে কাজ করার আহবান জানান।
মাহফুজর রহমান মাসুম
উজিরপুর বরিশাল প্রতিবেদক