মোহাম্মদ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল):
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে প্রধান খাদ্য গুদাম (এলএসডি) পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা শাহনাজ পারভীন, শিকারপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন এবং উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মো. মহিউদ্দীন।
পরিদর্শন শেষে ইউএনও সাংবাদিকদের জানান, ২০২৪–২৫ অর্থবছরে সারাদেশে ধান সংগ্রহ কার্যক্রমে শিকারপুর এলএসডি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তিনি এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
এ সময় তিনি শিকারপুরের সন্ধ্যা নদীতে খাদ্যশস্য লোড-আনলোডের সুবিধার্থে একটি অস্থায়ী টার্মিনাল স্থাপনের সম্ভাব্য স্থান সরেজমিন পরিদর্শন করেন এবং স্থানীয়ভাবে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।