মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি;
ইসরাইলি কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মুক্তাগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে
মুক্তাগাছাবাসী ব্যানারে সর্বস্তরের জনতা। সোমবার সকাল ১০টায় মুক্তাগাছার বড় মসজিদের সামনে
ট্রাকে তৈরী অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আল্লামা আব্দুল
হালিম কাসেমী, মাওলানা আব্দুল হাই গাড়াইকুটি, মাওলানা আমানুল্লাহ রাহ্ধসঢ়;মানী, মুফতি আকরাম
হোসাইন, মাওলানা আনোয়ার হোসাইন রাহ্ধসঢ়;মানী, মাওলানা জাকির হোসেন মোকাররমী, মাওলানা
নজরুল ইসলাম আজাদী, ড. মাকামে মাহমুদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল ফিলিস্তিনেররাফা ও গাজায় পাখির মতন গুলি করে গণহত্যা চালাচ্ছে। এ ভাবে
তারা মানবাধিকার লঙ্ঘন করছে। বক্তারা বিশ^ মুসলিম নেতাদের সমালোচনা করে বলেন, তারা শুধু নিজেদের
নেতা দাবী করে ইসরাইলের দাসত্ব করছে। ওআইসি নিরব দর্শক হয়ে আছে। তারা চুপ থাকলেও জনতা চুপ
থাকবে না বলে ইসরাইলের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুতির আহবান জানান। ভারতের ওয়াকফ বিল পাসের
মাধ্যমে মুসলিম-বিরোধী নীতিরও কড়া সমালোচনা করা হয় সমাবেশে। বক্তারা বলেন, ভারত এশিয়ার আরেক
ইসরায়েল। তারা মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা ইসরাইল ও আমেরিকার মদদে নতুন
ফন্দি করছে মুসলিম নিধন করার। রাফা ও গাজায় যাওয়ার সুযোগ না হলেও নব্য ইসরাইল ভারতের বিরোদ্ধে
ঐক্যবদ্য হয়ে প্রত্যেক স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রতিটি মুসলিম যেন মুজাহিদ হয়ে পূর্ণ প্রস্তুত থাকে
সে আহবান জানানো হয় এবং ভারতে মুসলিম বিরোধী বিল পাশে তীব্র প্রতিবাদ জানায়। বিক্ষোভ
সমাবেশ শেষে ইসরাইলি গনহত্যার বিরুদ্ধে ¯েøাগান সহযোগে বিশাল মিছিল শহরের বিভিন্ন প্রধান
সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ চত্বরে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এদিকে ছাত্রনেতাদের আহবানে নো
ওয়ার্ক নো স্কুল কর্মসূচীও যথাযথভাবে পালিত হয়েছে। বিকেলে বাদ আছর জামায়াতে ইসলামীর
উদ্যোগের বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।
মীর সবুর আহমেদ