মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি:
আমরা আল কোরআনের শাসন চাই, সৎ ও যোগ্য লোকের শাসন চাই – এমন মন্তব্য করেন বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখলা ইউনিয়ন ১ নং ওয়ার্ড সম্মেলনে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন ১ নং ওয়ার্ড ইয়াছিন বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজনে ওয়ার্ড সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। নোয়াখলা ওয়ার্ড (উত্তর) সভাপতি আবদুন নুর এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন গোলাম কিবরিয়া পাটোয়ারী (দক্ষিণ, সভাপতি)। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শূরা সদস্য ও সাবেক উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, নোয়াখলা ইউনিয়ন সভাপতি মমিনুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, পৌরসভা আমীর মাওলানা আকতার হোসেন, চাটখিল উপজেলার ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবদুল বাসেত ও নোয়াখলা ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার বেল্লাল হোসেন প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্য বলেন, আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামীকে ক্ষমতায় আনতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা আপনাদের সহযোগিতা চাই, কোরআনের শাসন আমরা এদেশকে দেখতে চাই।