স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা :
ফরিদপুরের আলফাডাঙ্গার বিদ্যাধর গ্রামে দলাদলি ও আধিপত্যকে কেন্দ্র করে সৈয়দ হাবিব এর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোক হাসান গাজীর বসত বাড়ি ও অটো ভ্যানগাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। ১২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ সময় হামলা কারীরা ঘরে প্রবেশ করে লুটপাট করতে গেলে হাসান এর স্ত্রী আলেয়া বেগম বাধা দেওয়ায় তাকে মারধর করে। আলেয়া বেগম কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আলেয়া বেগম বলেন, সৈয়দ হাবিব সহ শতাধিক লোক হঠাৎ বাড়িতে হামলা চালায় ভাংচুর করে ও আমি বাধা দেওয়ায় আমাকে মারধর করে এবং গলার চেন নিয়ে যায়।
সৈয়দ হাবিব কে যোগাযোগ করে পাওয়া যায় নাই। জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।