বরিশাল প্রতিনিধি:
লাখ লাখ মুসুল্লির নয়নের অশ্রুসিক্ত আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে চরমোনাইর তিন দিন ব্যাপী মাহফিল।
গত ১৯/২/২০২৫ ইং বুধবার যোহরের নামাজের পরে চরমোনাই পীর ইসলামি আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিমের উদ্ভোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়েছিল তিনদিন ব্যাপী মাহফিল তথা দেশের সবচেয়ে বৃহৎ ইসলামী সন্মেলন।
২২/২/২০২৫ ই শনিবার ফজরের নামাজের পরে সমাপ্তি বয়ান ও মাহফিলে আগত মুসল্লীদের উদ্দেশ্য দুনিয়া ও আখেরাতের বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্যের শেষে সকাল ৮.৩০ মিনিটে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর মাহফিলে।
মোনাজাতে ইহকাল ও পরকালের মুক্তির জন্য মহান আল্লাহ তায়ালার নিকট লাখ লাখ ধর্ম প্রান মুসুল্লী অশ্রুসিক্ত নয়নে আমিন আমিন ধ্বনিতে কীর্তন খোলা নদীর তীর মুখোরিত করে তোলেন।
প্রতি বছর অগ্রহায়ন ও ফাল্গুন মাসে দুইবার চরমোনাইর মাহফিলে সমগ্র বাংলাদেশ থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসল্লীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বরিশালের কীর্তন খোলা নদীর তীরের এই জনপদ।