সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর ইলিশ অভয়ায়মে মৎস সম্পদ রক্ষায় জেলেদের নিয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস দপ্তরের আয়োজনে আজ বেলা ১১ টায় নাজিরপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মাহাবুব আলম(ঝান্টা) তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাইয়া নৈ-পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আল মামুন, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক প্রথম আলোর এবিএম মিজানুর রহমান ও দৈনিক মানবজমিনের মোঃ তোফাজ্জেল হোসেন। এ সময় বক্তারা তেঁতুলিয়া নদীর অভায়শ্রমে ইলিশ যাতে নিরাপদে প্রজনন ও উৎপাদন কার্যক্রম সমাপ্ত করতে পারে সে লক্ষে ১মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধ কারে মৎস সম্পদ রক্ষায় জেলেদেরকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।