সদরপুর উপজেলা, (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে ছিনতাই হওয়া ইজিবাইক সহ ১ ছিনতাইকারীকে আটক করেছে সদরপুর থানা পুলিশ।
আটককৃত ছিনতাইকারী উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের মফিজউদ্দীন হাজী ডাংগী গ্রামের বাচ্চু হাওলাদারের পুত্র শরিফুল হাওলাদার(৩০) বলে জানা গেছে।
ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টায় উপজেলার শৌলডুবী এলাকায় গমের রাস্তা নামক স্থানে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ইজিবাইক চালকের অভিযোগের ভিত্তিতে সদরপুর থানা পুলিশ মংগলবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার সময় অভিযান চালিয়ে ১ ছিনতাইকারী আটকসহ ইজিবাইকটি উদ্ধার করেন।
ঘটনার বিবরনে ইজিবাইক চালক জানান,৩ জন যাত্রী সোমবার (১৩ অক্টোবর) রাত ৯ টার সময় ফরিদপুর সুপার মার্কেটের সামনে থেকে ৭০০ টাকা ভাড়া চুক্তিতে আমাকে সদরপুর আসার কথা বলে,কিন্ত পথিমধ্যে তারা আমাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাত গভীর করতে থাকে। রাত সাড়ে ১১ টার সময় শৈলডুবী নামক গমের রাস্তার মাথায় আসলে ইজিবাইকে থাকা তিনজন আমাকে মারধর করে রাস্তার পাশে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে চম্পট দেয়। রাতেই আমি থানায় অভিযোগ দায়ের করি।
ভুক্তভোগী ইজিবাইক চালক ফরিদপুর সদর উপজেলার গেরদা গ্রামের খিদির বেপারীর পুত্র দানেছ বেপারী(৪৫)।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত আড়াইটার দিকে ১ জন আসামীসহ ইজিবাইক উদ্ধার করি। এই চক্রের বাকি দুইজন সদস্য পালিয়ে যায়। এ ব্যপারে বিস্তারিত তথ্য জানতে আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনী পদক্ষেপ নেওয়া হবে।