স্টাফ রিপোর্টার : আঃছালাম মোল্লা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে তারুণ্যর উৎসব পালিত ১২ ই ফেব্রুয়ারি সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসন মিনি অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এর সভাপতিত্বে উদ্যোগে তারুণ্যর উৎসব পালিত।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে তারুণ্যর উৎসব অনুষ্ঠানের সঞ্চালনা করেন চরভদ্রাসন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার,
“এসোদেশ বদলাই পৃথিবী বদলাই” এ স্লোগান কে সামনে রেখে। নিরাপদ মাতৃত্ব, অবনতিক মর্যাদা উন্নতি করুন পারস্পরিক কার্যক্রমে নারী-পুরুষ অংশীদারিত্ব মূলক দায়িত্ব বন্টনে উৎসাহিত করুন, ২৪ জুলাই বিপ্লব, উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এসব কর্মসূচি জনসাধারণের মূল্যবোধের প্রতি ভূমিকা পালনের উদ্বুদ্ধকরণের মাধ্যমে ব্যাপক পরিসরে কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন স্কুলের অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ১৯ জন সুবর্ণ নাগরিকদের মাঝে ৫০,০০০ টাকা করে ক্ষুদ্র ঋণবিতরণ,প্রতিবন্ধীতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি পরিচালনা এবং প্রতিবন্ধীদের সূবর্ণ নাগরিক কার্ড উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের মাধ্যমে বিতরণ করা হয়।
এই উপলক্ষে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি আবুল কালাম, বাংলাদেশ প্রেস ক্লাব চরভদ্রাসন উপজেলা শাখা সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুসালাম মোল্লা,, ইউনিট লিডার সাজ্জাদ হোসেন, শিক্ষার্থী মিরাজ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম,
মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, জাইকারউপজেলা অফিসার মঞ্জুর সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমান,এসময় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, বিআরডিবির অফিসার আজাদ রহমান, গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, ও চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।