মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি (ঢাকা) এর যাকাত তহবিল থেকে ক্যান্সার রোগীদের এবং গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা(ছাগল) বিতরণ করা হয়েছে। (১ মে) বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি (ঢাকা) এর আয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামের গরিব ও মেধাবী শিক্ষার্থীসহ অসহায়দের মাঝে আর্থিক সহায়তা শতাধিক (ছাগল) বিতরণ করা হয়। সমিতির সভাপতি লায়ন মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা।
এসময় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহাম্মদ জুয়েল, মো. মহসিন কবির সরকার, মো. আরিফুল হক ভূইঁয়া, আজীবন সদস্য প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ বাদল, মো. মিজানুর রহমান খান চেয়ারম্যানসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সমিতির পক্ষ থেকে একজন ক্যান্সার রোগীকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। সমিতির পক্ষ থেকে উপহার সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা। সমিতির এই মহান উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।