রাণীশংকৈল (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সুবিধাবঞ্চিত ও আদিবাসী শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করেছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং এতে সহযোগিতা করেছে এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন—এডুকো।
সোমবার (৫ মে) সকাল ১১টায় ইএসডিও প্রজেক্ট অফিসের সভাকক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন। তিনি উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং ৪০টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের হাতে খাতা, কমল, পেন্সিল, ইরেজার ও শার্পনার তুলে দেন।
এছাড়াও, ৭টি আরলি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন সেন্টার (ইসিসিই)-এর আওতায় তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য ভাষাগত, মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক খেলনা ও গল্পের বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাক, এডুকো বাংলাদেশের প্রজেক্ট অফিসার ও স্পনসরশিপ প্রতিনিধি মোতাহার হোসেন, ইএসডিও-এডুকো প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, থ্রাইভ প্রজেক্ট অফিসার খায়রুল আলম, প্রধান শিক্ষিকা ফারজানা আক্তারী এবং যুব প্রতিনিধি তানিয়া আক্তার।
এ সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যুব ক্লাবের প্রতিনিধি, কমিউনিটি রিসোর্স টিচার এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।