শাব্বির এলাহী, মৌলভীবাজার :
জাতীয় গণমাধ্যম কমিশন (রেজি. নং ৪৭৩৬৯০)-এর মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।শনিবার (১২ জুলাই)জেলা শহরের মামার বাড়ি রেস্টুরেন্টের হলরুমে ড. এডভোকেট প্রফেসর আবু তাহেরের সভাপতিত্বে ও চৌধুরী মোহাম্মদ মিরাজের সঞ্চালনায় আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু ও গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস বিন রিয়াসদ।
অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং সমাজের প্রতি সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে ড. এডভোকেট, প্রফেসর আবু তাহেরকে সভাপতি ও মোঃ আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। এই কমিটি মৌলভীবাজারের গণমাধ্যম অঙ্গনকে আরও সুশৃঙ্খল, গতিশীল এবং দায়িত্বশীলভাবে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ। কমিটির নেতৃবৃন্দ বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সমাজের সত্য প্রকাশই হবে আমাদের মূল লক্ষ্য।