বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সম্প্রতি সংক্ষিপ্ত সফরে লন্ডন আগমন করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানিয়েছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও টিভি২৪ বাংলা এবং লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাসুদুর রহমানের নেতৃত্বে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্য প্রবাসী সদস্যরাও উপস্থিত ছিলেন।
সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ একজন অভিজ্ঞ প্রশাসক ও দক্ষ নীতিনির্ধারক। নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং ঢাকা জেলার জেলা প্রশাসক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
ফুলেল শুভেচ্ছা জানানোর উদ্যোগের জন্য মাসুদুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন যা ২০১৭ সাল থেকে দেশে-বিদেশে সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে:
- শীতকালে শীতবস্ত্র বিতরণ
- প্রাকৃতিক দুর্যোগ ও বন্যাদুর্গতদের সহায়তা
- এতিম, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো
- শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান
- গুণীজনদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা আয়োজন
- দুই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন ও সম্প্রসারণে সহায়তা
সংগঠনটির ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে শাখা আহ্বায়ক কমিটিও সক্রিয়ভাবে কাজ করছে।