বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সিগনেচার ৯৪-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ মার্চ বীরগঞ্জ সরকারি কলেজ হলরুমে এই দোয়া ও ইফতার মাহফিলে প্রয়াত বন্ধুদের আত্মার মাগফিরাত কামনায় এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এই আয়োজন করা হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলের শামীম আখতার সজীব এর সভাপতিত্বে মোশারেফ হোসেন বাবুলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ কাঞ্চন,সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
পরে প্রয়াত বন্ধুদের পরিবারের ঈদ উদযাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সমাজের অনেকের মাঝে বেশ সকলের প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘদিন পর বন্ধুরা একসঙ্গে মিলিত হয়ে স্মৃতিচারণ করেন এবং পুরনো দিনের কথা মনে করে অনেক সহপাঠী আবেগাপ্লুত হয়ে পড়েন।
এসময় বক্তারা বলেন, “বন্ধুত্ব শুধু একসঙ্গে চলার নাম নয়, বন্ধুত্ব মানে একে অপরের সুখ-দুঃখে পাশে থাকা। আমরা আমাদের প্রয়াত বন্ধুদের ভুলে যাইনি, তাদের পরিবারের পাশে দাঁড়াতে পেরে গর্বিত। ভবিষ্যতেও আমরা একে অপরের জন্য থাকবো, এটাই আমাদের বন্ধুত্বের প্রকৃত পরিচয়।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইফতার পরিবেশন করা হয় এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রয়াত বন্ধুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এই আয়োজন সিগনেচার ৯৪-এর বন্ধুদের মধ্যে আরও শক্তিশালী বন্ধন তৈরি করেছে এবং প্রয়াত বন্ধুদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন অনেকেই।