উৎফল বড়ুয়া:
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের বাংলাদেশ জেলার (৩১৫-বি৪) সহযোগী সংগঠন লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট-এর উদ্যোগে গরিব ও দুস্থ চারজন দৃষ্টিহীন রোগীর চোখের ছানি অপারেশন এবং লেন্স প্রতিস্থাপন করা হয়েছে।
এই চক্ষু সেবা কার্যক্রমটি পরিচালিত হয় চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল-এ, যা পরিচালনায় রয়েছে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন।
অপারেশন কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিডিজি লায়ন এস. এম. শামসুদ্দিন (এমজেএফ) ও দ্বিতীয় ভিডিজি লায়ন মো. কামরুজ্জামান লিটন (এমজেএফ)। সার্জারি পরিচালনা করেন খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ ডা. আলতাফ উদ্দিন খান।
এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন, সেক্রেটারি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, লায়ন হাবিবুর রহমান এবং লায়ন জিয়া উদ্দিন চৌধুরী।
প্রসঙ্গত, গত ৪ মে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় আয়োজিত এক চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৪০০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে ২০ জন অপারেশনযোগ্য রোগী চিহ্নিত করা হয়। পর্যায়ক্রমে সকল রোগীরই অপারেশন সম্পন্ন করা হবে বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে।
লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট-এর উদ্যোগে ছানি অপারেশনকৃত রোগীদের সঙ্গে ক্লাব নেতৃবৃন্দ।