লিমন মিয়া, সরিষাবাড়ী :
পরিবেশের ভারসাম্য রক্ষায় জামালপুরের সরিষাবাড়ীতে দুই শতাধিক গাছের চারা রোপণ করেছে সামাজিক সংগঠন সচেতন নাগরিক সংঘ।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে পৌরসভার বাউসি পপুলার মোড় সংলগ্ন দিগপাইত–সরিষাবাড়ী ও জামালপুর–সরিষাবাড়ী সড়কের দুই পাশে বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির চারা রোপণ করা হয়।
সংগঠনের সদস্যরা জানান, গাছ শুধু পরিবেশ রক্ষা করে না—এটি ছায়া দেয়, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে এবং বহু ক্ষেত্রে মহৌষধের কাজ করে। তাই গাছ লাগানো ও রক্ষা করা সবার দায়িত্ব।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম তরফদার, নাহিদ রানা বিপুল, শাহীন মিয়া খোকন, সুমন মিয়া, ফজলু তরফদার, কাউসার আলম, ফরহাদ হোসেন, জাকারিয়া মিন্টু, মির্জা ফরিদ প্রমুখ।