উৎফল বড়ুয়া, বান্দরবান প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে বান্দরবানে। শুক্রবার (২৩ মে) বান্দরবান সদরের নবোদয় সংঘ’র হলরুমে অনুষ্ঠিত এই সভা ও কাউন্সিলে নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
কাউন্সিলে লুসাই মং সভাপতি এবং রুবেল বড়ুয়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। সভার শুরুতে এক বর্ণাঢ্য র্যালি বান্দরবানের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথ পাঠ করানো হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক আহ্বায়ক লুসাই মং এবং সঞ্চালনা করেন সাচিং মারমা ও আনন্দ তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব বাবু চনু মং।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকৌশলী দীপু বড়ুয়া, প্রীতম বড়ুয়া ডালিম, কমল জ্যোতি বড়ুয়া, মাও সেতুং তঞ্চঙ্গ্যা, মংসাচিং, নন্দন বড়ুয়া, মুই থুই অংসুজন বড়ুয়া, দিক্ষীত বড়ুয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ড. সুকোমল বড়ুয়া বলেন, “চট্টগ্রাম অঞ্চল বৌদ্ধদের মূল আবাসভূমি। আমরা চাই সব সম্প্রদায়ের মানুষ রাষ্ট্রে সমান অধিকার ভোগ করুক। বিএনপি সেই ন্যায়ভিত্তিক সমাজে বিশ্বাস করে।” তিনি আরও বলেন, “দেশ আজ দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনে জর্জরিত। গণতন্ত্র পুনরুদ্ধার শুধু বিএনপির নয়, এটি গোটা জাতির অধিকার আদায়ের সংগ্রাম।”
তিনি জাতিগত ও ধর্মীয় সহাবস্থান বজায় রেখে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরির আহ্বান জানান এবং একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।