শাব্বির এলাহী মৌলভীবাজার থেকে ঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাটি ও মানুষ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (১মার্চ ) শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাউল ২৫ কেজি, তেল ২লিটার, খেজুর ১ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ৫ কেজি, হলুদ, মরিচ, রসুন ১ কেজি, ছোলা ২ কেজি, আদা ৫০০ গ্রাম, মশুর ডাল ২ কেজি, রুহ আফজা ১ বোতল, চিনি ১ কেজি, দুধ ৫০০ গ্রাম, লবন ১ কেজি, চা পাতা ১কেজি, বেসন পাউডার, গরম মশলা ইত্যাদি।
মাটি ও মানুষের ফাউন্ডেশন প্রতি বছরের এ ধরনের মহতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রমজানের প্রথম দিন যাতে রোজাদাররা সেহরী ও ইফতার করতে পারে সেই লক্ষ্যে অসহায় পরিবারের মাঝে একটু হাসি ফুটাতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের লক্ষ্যই হচ্ছে দরিদ্র পরিবারের মুখে হাসি ফুঁটানো।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মামুনুর রশিদ তরফদার ময়নু হোসেন,(ইরফান),রুয়েল আহমেদ, আব্দুল হাদী, (রাফি)মাহিন খান (লিটু) মো:আফজল খান,তাইদুল আমিন,মো:জোবায়ের আহমেদ, মো:আব্দুল্লাহআলী মোহাম্মদ প্রমুখ।