মুহম্মদ আবুল বাশারঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতি’র পরিচালনা কমিটির নির্বাচনে উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এ কে এম হারুন অর রশিদ(হারুন) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পৌর বিএনপ’র যুগ্ম আহবায়ক মোঃ হায়দার আলী নির্বাচিত হয়।
নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে নিষ্টার সহিত দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ। মঙ্গলবার পৌরসভা কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৭৩ জন ভোটারের মধ্যে ৮২৬ জন ভোট প্রদান করেন।চারটি পদের ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। সভাপতি পদে ৩-জন, সাধারণ সম্পাদক ৬-জন, সংগঠনিক ৫-জন ও কোষাধ্যক্ষ পদে ২-জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়।নির্বাচনে সভাপতি পদে একেএম হারুন অর রশিদ (হারুন) (ঘোড়া) প্রতীক নিয়ে ৪৭৪, সাধারণ সম্পাদক হায়দার আলী (তালা) প্রতীকে ২৪৮, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রায়েজিদ (চশমা) প্রতীক ৪২৪ ও কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম (মাছ) প্রতীক নিয়ে ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।