বালাগঞ্জ (সিলেট)প্রতিনিধি:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের বালাগঞ্জ উপজেলার ২নং বোয়ালজুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সোনাপুর গ্রামের সদস্য ও (প্যানেল চেয়ারম্যান ২) তজম্মুল হোসেন জনি।
গত ১৭এপ্রিল ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সহ-সভাপতি হিসেবে ১০১সদস্য বিশিষ্ট কমিটির অন্তরভুক্তি ঘোষনা করে। সেখানে বালাগঞ্জের বোয়ালজুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য ও বোয়ালজুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি তজম্মুল হোসেন (জনি) নির্বাচিত হয়।
ওয়ার্ডবাসী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সভাপতি আনওয়ার চৌধুরী সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তারা।