মোঃ আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
“রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি” — এই মানবিক শ্লোগানকে সামনে রেখে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন ‘শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠন’ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকালে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম এম সুজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম, শিক্ষিকা কামরুন্নাহার লাকি, সাংবাদিক ও সমাজকর্মী আব্দুল্লাহ আল মাহমুদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা সংগঠনের গত ছয় বছরের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের আরও প্রসার ও সফলতার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। জেলা ও উপজেলা পর্যায় থেকে আগত স্বেচ্ছাসেবী সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রায় ১২ হাজার ব্যাগ রক্ত বিনামূল্যে বিভিন্ন রোগীকে সরবরাহ করে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।