(বরিশাল) প্রতিনিধি
বাকেরগঞ্জে “শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩/৩/২০২৫ ইং রবিবার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বেলা ১২ টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান, সাব ইন্সপেক্টর মোঃ রাজু আহমেদ, ছাত্র প্রতিনিধি আরিফুর রহমান, তাসিন আহমেদ, যুবনেত্রী ফুলে জান্নাত সুরভী প্রমূখ।