মারুফ সরকার, প্রতিবেদক:
ঢাকার উত্তরা ১৪ নম্বর সেক্টরের বাইতুল আমান জামে মসজিদ কমিটি ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য ২৬ লক্ষ টাকার চেক প্রদান করেছে। সোমবার (২৬ মে) মসজিদ প্রাঙ্গণে এই অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই সহায়তা তুলে দেওয়া হয় হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন-এর কাছে।
সভায় বক্তারা বলেন, ইসরায়েলি হামলার কারণে গাজার মানুষ মানবিক বিপর্যয়ে পড়েছে। এই দুঃসময়ে মুসলিম উম্মাহর পক্ষ থেকে সহযোগিতা করা ঈমানি দায়িত্ব।
আলোচনা সভায় বক্তারা যা বলেন:
ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ মীকাইল করীম বলেন:
“গাজার সংকট নিরসন না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে গাজাবাসীর জরুরি প্রয়োজন—খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও আশ্রয়ের জন্য তাঁবু। তাই সকালের সহায়তা খুবই প্রয়োজন।”
ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ রজীবুল হক জানান:
“বাংলাদেশিদের সহায়তায় গাজায় তাবু নির্মাণ, সৌর বিদ্যুৎ, খাবার, চিকিৎসা, কুরবানির আয়োজন ও মসজিদ নির্মাণ কাজ চলমান রয়েছে। হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন নিয়মিত এসব সহায়তা পৌঁছে দিচ্ছে বিধ্বস্ত খান ইউনুস, দেইর আল বালাহ, মাওয়াসি কারারা, উত্তর গাজাসহ বিভিন্ন এলাকায়।”
মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন:
“ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন গাজার মানুষের পাশে রয়েছে। প্রতিদিন তারা গাজায় রান্না করা খাবার সরবরাহ করছে। আমরা এই মানবিক কাজে অংশ নিতে পেরে গর্বিত।”
উপস্থিত অতিথিরা:
- মাওলানা কাউসার আহমাদ সোহাইল, সাধারণ সম্পাদক
- মুহাম্মদ ইফতেখারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক
- মুহতারাম ইস্কান্দার আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
- মুহাম্মদ মনসুর আহমাদ, অর্থ সম্পাদক
- উপদেষ্টা মুহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার প্রমুখ।
দোয়া পরিচালনা করেন:
খতীব মাওলানা আমীর হামজা।