কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
রেড হার্ট ফাউন্ডেশন গাজীপুর জেলা ২ এর ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত২২ ফেব্রুয়ারী দুপুরে স্হানীয় কাপাসিয়া বাজারে এ কমিটি গঠন ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সভাপতি রিদোয়ান হোসেন রাফসান,সহসভাপতি নাবিল সিকদার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ,সহ সাধারণ সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন মেজবাহ,সহসাংগঠনিক ওয়াসী আহসান সাদাফ,প্রধান চিত্র গ্রাহক সমাহার ইসলাম আকাশ,প্রধান রক্ত গ্রাহক রেজাউল হাসান রাব্বি,আবদুল্লাহ আল সিহাব,রাশেদ মাহমুদ রাব্বি, আল আরাফাত ভুইয়া,মো.বারিক দেওয়ান,রিহাব আল হামাদ,রাফিজ আহমেদ।

সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র নিয়ে রেড হার্ট নিয়মিত ভাবে কাজ করে আসছে। তাছাড়া রক্তদান,শীতবস্ত্র, বৃক্ষ রোপণ ও কর্মসংস্হানের ব্যবস্হার সার্বিক দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় চেয়ারম্যান শোয়াইব আরেফিনের নেতৃত্বে একটি শক্তিশালী টিম।
এসএম মাসুদ
কাপাসিয়া, গাজীপুর