মোঃ মারুফ হোসেন, ,শার্শা উপজেলা প্রতিনিধিঃ
বেনাপোলে মোবাইল ব্যাংকিং অর্গানাইজেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২/০২/২৫ শনিবার বিকালে বেনাপোল রায়পুর ওয়াটার গার্ডেন পার্কে জাঁকজমকপূর্ণ ভাবে বেনাপোলে মোবাইল ব্যাংকিং অর্গানাইজেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনটির নির্বাচিত সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব মোঃ আবু তালেব
সভাপতি বেনাপোল বাজার কমিটি,বিশেষ অতিথি জনাব মোঃ রেজাউল ইসলাম (রেজা) সাধারণ সম্পাদক বেনাপোল হাজার কমিটি, ডা. মোঃ আমিনুর এবং অনুষ্ঠানের ভাপতিত্ব করেন জনাব আব্দুল হাই প্রোপ্রাইটার বেনাপোল টেলিকম। এসময় প্রধান অতিথি জনাব মোঃ আবু তালেব বলেন, মোবাইল ব্যাংকিং সেবা চালুর মধ্য দিয়ে দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের যাত্রা শুরু হয়। এরপর ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে বিকাশ। আমরা তাদের সংগঠনের উন্নয়নের স্বার্থে পাশে থাকবো বলে প্রতিশ্রুতি দেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,বেনাপোলে মোবাইল ব্যাংকিং অর্গানাইজেশনের নতুন কমিটির সভাপতি অহিদুল ইসলাম প্রোপাইটার লাকী টেলিকম। সাধারণ সম্পাদক মোঃ জামান হোসেন প্রোপাইটার জামান টেলিকম। সাংগঠনিক সম্পাদক আবু বাক্কার সিদ্দিক প্রোপাইটার রঙধনু টেলিকম ও সি এন বাংলা যশোর জেলার প্রতিনিধি সহ সংগঠনের সকল সদস্য।
তাছাড়া বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তারা সংগঠনটির উন্নয়নের স্বার্থে পাশে থাকবেন বলে সার্বিক প্রতিশ্রুতি দেন ।