হুমায়ুন কবির মিরাজ, শার্শা (যশোর) প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া মহিলা আলিম মাদ্রাসায় নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি তৌহিদ হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক-কর্মচারীরা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—অভিভাবক সদস্য আশাদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি গোলাম সরোয়ার এবং সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল বাসার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন,
“এই মাদ্রাসা এলাকার শিক্ষার অন্যতম ভিত্তি। নতুন নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা এবং কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান প্রমুখ।
পরিচিতি সভায় নতুন কমিটির প্রতি সকলে সহযোগিতার আশ্বাস দেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।