মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি:
বাংলাদেশের আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে।
সোমবার (২৬ মে) বিকেলে নোয়াখালীর দেওটি ইউনিয়নে ফাউন্ডেশনের নিজস্ব বাসভবনে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা গোলাম মুর্তজা, সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক মহসিন উদ্দিন আশিক।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম মাওলা, উপদেষ্টা জহীরুল ইসলাম, দেওটি ইউনিয়ন জামায়াত ইসলামী সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুল ইসলাম, সোনাইমুড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ডাঃ জাপর উল্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন,
“ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের ১৭টি দেশেও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছে। এই অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে সাধারণ মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবা সহজলভ্য হবে।”
তারা আরও জানান, এ উদ্যোগকে টেকসই করতে রাজনৈতিক, সামাজিক ও পেশাগত সব শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ফাউন্ডেশনটি স্বাস্থ্য, চিকিৎসা, মানবিক সহায়তা এবং শিক্ষা খাতে কাজ করে আসছে। এ অ্যাম্বুলেন্স সেবা তাদের মানবিক উদ্যোগগুলোর অন্যতম মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।