কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু এবং সঞ্চালনায় ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মুহিত।
সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য পারভেজ পাটোয়ারী, যুবদল নেতা মইন উদ্দিন সোহান, স্বেচ্ছাসেবক দল নেতা মো. আতাউর রহমান বাবু, ফখরুল ইসলাম শুভ, কাউসার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এম গিয়াস উদ্দিন খোকন বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকার আমলে সাংবাদিক ও রাজনৈতিক-সামাজিক কর্মীরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেননি। যাঁরা মুখ খুলেছেন, তাঁরা নির্যাতনের শিকার হয়েছেন। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছেন।”
তিনি আরও জানান, তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। তারেক রহমান দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে ঢাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন এবং তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। এ কর্মসূচির অংশ হিসেবেই কমলগঞ্জ সফর এবং সাংবাদিকদের সাথে এই মতবিনিময়।
সভা শেষে কমলগঞ্জের সাংবাদিকদের সময় ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান তিনি।