মহানগর প্রতিনিধিঃ
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি রংপুর জেলার নবনির্বাচিত কমিটির অভিষেক, অবসরপ্রাপ্তগণের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৮ ফ্রেব্রুয়ারী) দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্যে দিয়ে রংপুর সদর উপজেলার বিনোদন উদ্যান ভিন্নজগতে এর আয়োজন করা হয়।
অুনষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত ভুমি অফিসার্স কল্যাণ সমিতির ২৬ জন নির্বাচিত সদস্য শপথ গ্রহন করেন৷ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
দিনব্যাপী এই আয়োজনের সভাপতিত্ব করেন ভূমি অফিসার্স কল্যাণ সমিতির রংপুর জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান ইকবাল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব’উল হক দুদু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি) ফরিদা সুলতানা, সদর ও তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) জিন্নাতুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মালিহা খানম, কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) লোকমান হোসেন ।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, সহ- সভাপতি নাসির উদ্দীন, অতিরিক্ত মহাসচিব নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাহতাব মাহমুদ সহ অনেকেই।
এসময় নবিন ভূমি উপসহকারী কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তাগনকে সম্মাননা স্মারক প্রদান করেন রংপুে জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতি । পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র শেষে বিজয়ীদের পুরুষ্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।