মোঃ হামিদুর রহমান লিমন
পাঁচটি ইউনিয়ন নিয়ে ছোট রংপুর সদর উপজেলা। তবে আকার দীর্ঘ। সদর উপজেলা প্রেসক্লাব রংপুর আয়োজনে করেছিল বার্ষিক প্রীতিভাজ ও ফ্যামেলি ডে-২০২৫।
বুধবার দুপুরে ভিন্ন জগতের তিস্তা কটেজে অনুষ্ঠিত বার্ষিক প্রীতিভোজ ও ফ্যামেলি ডে-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলন, সন্মানিত আজীবন সদস্য সদরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রুহুল আমিন লিটন, জামায়াত নেতা আব্দুল গণি, বিএনপি নেতা সৈয়দ আব্দুর রাসেল ও পাগলাপীর মাটর শ্রমিক নেতা আতিয়ার রহমানসহ অনেকেই। সেখান সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সদর উপজলা প্রসক্লাব রংপুরের সভাপতি সাংবাদিক মহিউদ্দিন মখদুমী। সঞ্চলনা করন সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে রংপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সদর উপজেলা প্রেসক্লাবের এই আয়োজন সত্যি সুন্দর। সমাজ গঠনে সাংবাদিকদের যথেষ্ট ভুমিকা রয়েছে। সদর উপজেলার উন্নয়নের আমরা এক সাথে কাজ চাই।