শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের যুব সংগঠন লিও ক্লাবের ২০২৫-২৬ সেবা বর্ষের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দপুরের কৃতি সন্তান নাসিম রেজা। এর আগে তিনি সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত নাসিম রেজা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে লিও ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। চলতি বছরের জানুয়ারিতে সৈয়দপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক “লায়ন্স ইন্টারন্যাশনাল ইউথ ক্যাম্প অনুপ্রেরণা ২০২৫”-এ তিনি ক্যাম্প চেয়ারম্যান হিসেবে সফলভাবে নেতৃত্ব দেন, যা আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়।
বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিত লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল বর্তমানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করে আসছে।
নাসিম রেজা সৈয়দপুর পৌরসভার নতুন বাবু পাড়া এলাকার মোঃ আব্দুল আজিজ ও মোছাঃ লায়লা আঞ্জুমান দম্পতির সন্তান। তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনেই লিও ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং দেশ-বিদেশের নানা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে নিজের নেতৃত্বগুণে উদ্ভাসিত হন। তিনি পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ইউনান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় নাসিম রেজা বলেন, “আমি বৃহত্তর পরিসরে দেশের মানুষের সেবা করতে চাই। সবার ভালোবাসা ও দোয়া আমার পথ চলার শক্তি।”
নাসিম রেজার এই অর্জনে সৈয়দপুরসহ নীলফামারী জেলার সর্বত্র আনন্দের জোয়ার বইছে। তাঁর সহপাঠী, শিক্ষক, সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।