বাউফল ( পটুয়াখালী) প্রতিনিধি
বাউফলে স্পিড ট্রাস্ট‘র আয়োজনে এএলআরডি (মিজেরিয়া) সহযোগিতায় জন সমবায় দলীয় সদস্যদের নলেজ শেয়ারিং ও সম্পর্ক উন্নয়ন সভা এবং বসন্তের ঋতুর সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। গতকাল (শুক্রবার) আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন, সহকারি যুব উন্নয়ন অফিসার মো: হানিফ খান।
স্পিড ট্রাস্ট উজ্জীবক সাইফুল ইসলাম উপস্থাপনায় বক্তব্য রাখেন এনিমেটর সালমা বেগম, ক্লাস্টার লীডারে খাদিজা বেগম, পারভীন বেগম সাহিদা বেগম । নলেজ শেয়ারিং সভায় জন সমবায় দলীয় কার্যক্রম, ভূমিস্বত্ব, সরকারি সেবা, কৃষি চর্চা, যৌথ পূজি বিনিয়োগ এবং জাতীয় প্লাটফর্ম কর্মশালা অভিজ্ঞতা বিনিময় করে থাকে। সভা শুরুতেই জন সমবায় গ্রপের কিশোরী দলে উদ্যোগে বসন্তের ঋতু ইসুতে একটি জারীগান পরিবেশন করেন।