মোঃশফিকুল ইসলাম শফিক,স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর জেলার নাজিরপুর সরকারি মহিলা ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এই কলেজের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তানজিয়া তাবাসসুম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তিন্নি ইসলাম।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) কলেজের সাধারণ ছাত্রীদের মতামতের ভিত্তিতে মাধ্যমে তারা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মুনিরা ইসলাম, সহসভাপতি নুরজাহান আক্তার, তাসনিয়া রহমান স্নেহা, কেয়া আক্তার, তাসলিমা খানম, জেরিন ইসলাম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সুরভী আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সুমাইয়া আক্তার নেহা, ফারিয়া আক্তার, হাফছা আক্তার। সাংগঠনিক সম্পাদক মুনিনা আক্তার শান্তা, প্রচার সম্পাদক মুনিরা আক্তার, ছাত্রী বিষয়ক সম্পাদক তাবাসুম মীম, সদস্য সাহানা আক্তার।
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পী এই কমিটি অনুমোদন করেন। এই কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
আজ সোমবার (১৭ ফেব্রয়ারী) বেলা ১২টার দিকে নাজিরপুর সরকারি কলেজ মিলাতায়ন কক্ষে নব-নির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাওহীদ ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামিম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পী, যুগ্ম আহবায়ক ওহিদুজ্জামান চঞ্চল, নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক, ইমাম খান, রিফাত খান দাউদ।