বরিশাল প্রতিনিধিঃ
হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান বেগ কমপ্লেক্সের পৃষ্ঠপোষক আলহাজ্জ মাওঃ মির্জা শরাফুদ্দিন বেগ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যনঃ আলহাজ্জ মাওঃ মির্জা আবু জাফর বেগ এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সন্ধ্যা ৭টায় মাদ্রাসা কমপ্লেক্স এ সভার মাধ্যমে পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। কমিটির পৃষ্ঠপোষক আলহাজ্জ মাওঃ মির্জা শরাফুদ্দিন বেগ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যনঃ আলহাজ্জ মাওঃ মির্জা আবু জাফর বেগ। বোর্ড অব ট্রাস্টের মেম্বার হয়েছেন হাঃ মাওঃ মির্জা জুনায়েদ বেগ,মির্জা ফয়সাল বেগ, মাওঃ মির্জা আরাফাত বেগ,আহসান হক, মোহাম্মদ আমিন হক পারভেজ, হঃ মাওঃ মির্জা জিয়াউল করিম বেগ, হাঃ মির্জা আবু হুরায়রা বেগ। পরিচালনা কমিটির সভাপতি হয়েছেন আলহাজ্জ মাওঃ রেজাউল করিম বেগ, সহ-সভাপতিঃ মির্জা মহিউদ্দিন বাচ্চু বেগ, সহঃ সভাপতিঃ মাওলানা শাহ্ মোহাম্মদ আবদুছ ছবুর, সহঃ সভাপতিঃ সৈয়দ রিয়াজুল করিম, সাধারন সম্পাদকঃ মোঃ আরিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদকঃ মির্জা শাহাবুদ্দিন মাসুদ বেগ, সহ- সাধারণ সম্পাদকঃ সৈয়দ আজমুল হক, সহ-সাধারণ সম্পাদকঃ আলহাজ্জ হাফেজ মাওলানা আব্দুর রহমান সালেহ, সদস্যঃ মোল্লা সাখাওয়াত হোসেন, হুমায়ূন মোল্লা,এম এইচ রশিদ, মোঃ মাইনুল ইসলাম (রিপন), মির্জা ফাহাদ বেগ। হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান বেগ কমপ্লেক্সের শিক্ষকমন্ডলীতে রয়েছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুহতামিম আলহাজ মাওঃ মির্জা আবু জাফর বেগ। সহকারী মুহতামিম এবং ইমাম ও খতিবঃ আলহাজ্জ মাওঃ মির্জা আসাদুজ্জামান, কোষাধ্যক্ষঃ সৈয়দ মনিরুল হক। ১লা এপ্রিল নতুন পরিচালনা কমিটির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।
মোঃ মাহফুজুর রহমান মাসুম
উজিরপুর বরিশাল প্রতিবেদ