পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বণিক সমবায় সমিতি লি: এর ত্রি- বার্ষিকী নির্বাচনে সভাপতি পদে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল এবং সম্পাদক পদে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হীরা নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে পৌর বিএনপি’র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম পলাশ এবং সদস্য পদে ৩ জন নির্বাচিত হয়েছেন। উৎসব মুখর পরিবেশে সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গণনা অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ২৪৪ জন এর মধ্যে ভোট পড়েছে ২২৫ টি। সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিতরা সকল ব্যবসায়ী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম। এছাড়াও নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহোযোগিতা করেন।