সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার সামগ্রিক পরিবেশকে আরও উন্নত, পরিছন্ন প্রতিবেশ,প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।তাতে পল্টু বাসারকে সভাপতি এবং কাজী আব্দুস সবুরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার(১৬ এপ্রিল) সন্ধ্যায় জেলা স্কাউট ভবনে সাতক্ষীরায় পরিবেশ উন্নয়ন সংঘের আলোচনা সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
সাতক্ষীরা জেলা স্কাউটের সাবেক সাধারণ সম্পাদক পল্টু বাসারের সভাপতিত্বে ও কাজী আব্দুস সবুরের সঞ্চালনায় সভায় সাতক্ষীরা পরিবেশের উন্নয়ন বিষয়ক বক্তব্য দেন প্রভাষক কবি শিরিন সিদ্দিকী, প্রভাষক মিজানুর রহমান,ফারাহ দিবা খান সাথী, স্বপ্ন সিঁড়ির সভাপতি নাজমুল হোক, কবি ও লেখক গাজী শাহাজান সিরাজ, ডা. মফিজুল ইসলাম,নাহিদ খান চৌধুরী, রোভার রিয়াজ রহমান, সাংবাদিক এস এম হাবিবুল হাসান প্রমুখ।
সাতক্ষীরায় পরিবেশ উন্নয়ন সংঘের আলোচনা সভায় বক্তারা বলেন সাতক্ষীরার শহরের প্রাণ প্রানসায়ের খালের স্রোতধারা ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মহোদয় কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং প্রবাহিত খালের স্বাভাবিক গতি প্রবাহে নেট পটা বা বাঁধ দিয়ে কোন প্রকার বাধা সৃষ্টি করা না হয় সে জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি পৌর শহরের শব্দ দূষণ,বায়ু দূষণ সহ নানা সমস্যা প্রশাসনের নজরে আনা ও জনসচেতনতা সৃষ্টির দিকে আকর্ষণ করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সাতক্ষীরা জেলা স্কাউটের সাবেক সাধারণ সম্পাদক পল্টু বাসার কে সভাপতি এবং জেলা রোভার কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।
এস এম হাবিবুল হাসান
সাতক্ষীরা প্রতিনিধি