আবদুর রহিম, ডবলমুরিং ( চট্টগ্রাম মহানগর)
ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের উপদেষ্টা ও সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন বলেছেন, হাসিনা পালিয়ে গেলেও তার দোসরেরা এখনো বহাল তবিয়তে। বিগত ১৭ বছর আন্দোলনের ফলে জনগণের বিজয় অর্জিত হয়েছে গত ৫ আগস্ট। জনগণের বিজয়ের মাধ্যমে শিশু ও গণহত্যাকারিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। এখন আমাদের দেশকে গড়তে হবে। গত ১৭ বছর জনগণ ভোটাধিকার হারা। তাদের ভোটাধিকার ফেরত দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে হবে।
তিনি আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে দুপুর সাড়ে ১১ টায় ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী এম এ হাশেম রাজুর সভাপতিত্বে ও সংগঠনের বাংলাদেশের সাংগঠনিক সচিব সাংবাদিক আলমগীর নূরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর যাবত গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য লড়াই করেছি। এখনো আন্দোলনে আছি আমরা, যতদিন জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারবে ততদিন অব্যাহত থাকবে আন্দোলন। তাই ভোটাধিকারের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপিলটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস ব্যুরো চীপ মোহাম্মদ শাহ নওয়াজ বলেন, আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে। তারা বাংলাদেশকে লুটপাট ও মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার কিছু দোসর এখনও দেশে রয়ে গেছে, যারা আবারো দেশকে আক্রমণ করতে পারে। সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক চোখ হারানো সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ বলেন, হাজার হাজার ছাত্র জনতার মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে যে স্বপ্ন নিয়ে গত ১৭ বছর ধরে স্বৈরাচারমুক্ত একটি নতুন মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো কায়েম করার লক্ষ্যে বাংলাদেশের মানচিত্র রক্তে রঞ্জিত হয়েছিলো সে স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের ফ্যাসিবাদ ও বৈষম্যবিরোধী আন্দোলন বাংলাদেশের মাটিতে অব্যাহত থাকবে।
এম এ হাশেম রাজু বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সকল গণতান্ত্রিক শক্তিকে একযোগে দল মতের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। গত ১৭ বছরের সব ঝড়-ঝঞ্ঝা আর গ্লানি মুছে দিয়ে এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা থামব না, আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই।
সংগঠনের বাংলাদেশে সাংগঠনিক সচিব সাবেক ছাত্রনেতা আলমগীর নূর বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারী হাসিনা সরকার আইনের সুশাসন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, বাকস্বাধীনতা, জনগণের সাংবিধানিক অধিকার ধ্বংস করে দিয়েছে। এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোগুলোতে সেই স্বৈরাচারের দোসর বহাল তবিয়তে রয়েছে। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুস সাহেব আপনি দ্রুত সময়ের মধ্যে দেশের সের্বোচ্চ রাষ্ট্র কাঠামো সচিবালয়সহ সারাদেশে ঘাপটি মেরে বসে থাকা খুনি স্বৈরাচারের দোসরদের বাধ্যতামূলক অবসরের ব্যবস্থা করবেন নইলে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে।
ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন চট্টগ্রাম এর প্রতিনিধি সম্মেলনে আরো বক্তব্য রাখেন এডভোকেট আবদুল মান্নান, জায়েদ তালুকদার, ফরিদ উদ্দিন, মিনহাজ উদ্দিন চৌধুরী রানা, মোহাম্মদ জায়েদ উদ্দিন, সাবেক ছাত্র নেতা ইঞ্জিনিয়ার মুহাম্মদ বোরহান উদ্দিন, এড: সৈয়দ এহেসানুল হক, ২৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী আবদুর রহিম, সাংবাদিক নুররুল ইসলাম রিপন, জাহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মোঃ শফিকুর রহমান, সাংবাদিক মোঃ ইমতিয়াজ ফারুকী, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, ওসমান সরওয়ার খান, মো: রাশেদ, মো. মিজান, মো: বাবুলু, মো: খোকন, মো: আকতার, মো: মিনহাজ রানা, মো. শাকিল, মো. তায়েস, মো: জাহেদ, মো: নুরুল আলম ও মো: আরিফ প্রমুখ।
প্রতিনিধি সম্মেলনে হাউজের নিকট উপদেষ্টা মন্ডলীতে ৩ জনের নাম ঘোষণা করা হয়। মো: জাহিদুল করিম কচি, মো: শাহ নওয়াজ ও কামরুল হুদা।