চাইথোয়াইমং মারমা নিজস্ব প্রতিবেদক:
চট্রগ্রাম জেলা দোহাজারী পৌরসভাধীন দোহাজারী শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম গীতা সংঘের শুভ উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) এই উপলক্ষে এক আলোচনা সভা শিক্ষক অরুণ কান্তি দত্তের সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-দোহাজারী পৌরসভা শাখার সভাপতি সত্যপদ তালুকদার বাবলার সঞ্চালনায় দোহাজারী হাজারী বাড়ি শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। আশীর্বাদক ছিলেন আমেরিকা প্রবাসী দোহাজারী শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের উপদেষ্টা শ্রী দেবরাজ সিংহ হাজারী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)- কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক শিপুল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন বাগীশিপ- চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ব্যাংকার উজ্জ্বল শুক্লদাশ।
প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে ট্রাস্টি দীপক কুমার পালিত বলেন, শ্রীমদ্ভগবদগীতা পরমেশ্বর ভগবানের মুখনিঃসৃত পরম বচন। গীতার জ্ঞান মানুষের মানবতাবোধ জাগ্রত করে। মানুষকে সৎ ও ন্যায়ের পথে পরিচালিত করে। গীতা কোন বিশেষ ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ নয়। গীতা সার্বজনীন।
প্রধান বক্তার বক্তব্য প্রদানকালে অধ্যাপক শিপুল কুমার দে বলেন, গীতার জ্ঞান আসুরিকতা পরিমুক্ত করে মানবতাকে দেবত্বে উন্নীত করে। তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানানো হয়েছে ।